বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাগরে ভাসছিলেন ১৩ জেলে

  •    
  • ১৫ আগস্ট, ২০২২ ১৯:৪৭

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, উদ্ধার করা জেলেদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।

ইঞ্জিন বিকল হয়ে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছেন কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। ৯৯৯-এ ফোন পেয়ে সোমবার সকালে বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন শ্যালারচর এলাকা থেকে জেলেদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, রোববার রাতে ৯৯৯ নম্বরে আসা একটি ফোন কলের মাধ্যমে তারা জানতে পারেন- ইঞ্জিন বিকল হয়ে সাগরে একটি মাছ ধরার ট্রলারে ১৩ জন জেলে ভাসছেন। পরে সোমবার সকালে বিকল ওই ট্রলার থেকে জেলেদের নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার করা জেলেদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।

‘ছোট হুজুরের দোয়া’ নামে মাছ ধরার ওই ট্রলারটি গত ১২ আগস্ট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে মাছ ধরার উদ্দেশে ১৩ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে রওনা হয়। ১৩ আগস্ট সকালেই ট্রলারটির ইঞ্জিন বিকল হলে নিয়ন্ত্রণহীন হয়ে সাগরে ভাসতে থাকে।

এভাবে ভাসতে ভাসতে ট্রলারটি পরে শ্যালারচর এলাকায় আসলে একটি টেলিটক নম্বর থেকে ৯৯৯-এ ফোন করে উদ্ধারের আকুতি জানান জেলেরা।

এ বিভাগের আরো খবর