বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শোক মিছিলে মহিলা আওয়ামী লীগের মারামারি 

  •    
  • ১৫ আগস্ট, ২০২২ ১৮:৫০

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

শোক মিছিলে কে সামনে থাকবে আর কে থাকবে না- এ নিয়েই কুমিল্লায় মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা থেকে শোক দিবসের মিছিল বের হয়। মিছিলে ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও আশিক উন নবী তালুকদার, থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ভিপি বাবুলসহ আরও অনেকেই।

এ সময় র‌্যালিটির পেছন দিকে হঠাৎ কে সামনে যাবেন আর কে পেছনে থাকবেন- এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

ভিডিওতে দেখা যায়, তর্কাতর্কির একপর্যায়ে দেবিদ্বার উপজেলা যুব মহিলা লীগের সদস্য লিলি আক্তারের ওপর হামলা করেন আরেক সদস্য সুমি আক্তার। এ সময় সুমি আক্তারের সঙ্গে অন্যরাও যোগ দেন।

ঘটনার সময় পাশেই ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা ও সদস্য বিথি আক্তার।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন ঘটনার সময় পাশেই ছিলেন। উনি ভালো বলতে পারবেন কী নিয়ে এই মারামারি। আমি তখন মিছিল নিয়ে সামনে যাচ্ছিলাম।’

বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, ‘আমার এক কর্মী সুলতানা আক্তার মিনার সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সঙ্গে আসা এক নারীর বাগবিতণ্ডা হয়।’

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

এ বিভাগের আরো খবর