হবিগঞ্জের বাহুবলে যুবককে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
জমিজমা-সংক্রান্ত মামলায় জামিনের ১৫ দিন পরই প্রাণ গেল তার।উপজেলার মিরপুর তিতারকোনা এলাকায় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত ২২ বছর বয়সী আলম মিয়া উপজেলার লামাতাশি ইউনিয়নের পশ্চিম দ্বিমুড়া গ্রামের তাহির মিয়ার ছেলে।নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, গ্রামের তাহির মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী সাবেক ইউপি সদস্য কুতুব আলীর। এর জেরে সম্প্রতি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুতুব আলীর মামলায় ১৫ দিন আগে কারাগার থেকে জামিনে বের হয়ে আসেন আলম মিয়া।পরে তিতারকোনা এলাকায় রোবাবার রাতে আলম মিয়াকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে কুতুব আলীসহ তাদের লোকজন।
স্থানীয়রা আলমকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে জানতে অভিযুক্ত কুতুব আলীর মোবাইলে কল দেয়া হলে তিনি তা রিসিভ করেননি। পরে এসএমএস দিয়েও সাড়া মেলেনি।
ওসি বলেন, ‘খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খয়েরসহ পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’