বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়মনসিংহ-সিলেট রুটে ১২ দিন পর ঘুরল বাসের চাকা

  •    
  • ১৪ আগস্ট, ২০২২ ২২:৪৬

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবর রহমান বলেন, ‘সিলেট মালিক সমিতি চেয়েছিল তাদের নতুন দুটি বাস সিলেট-নেত্রকোণার কলমাকান্দা রুটে চলুক। আজকেও নেত্রকোণা মালিক সমিতি এটি মেনে নেয়নি। তবে তারা সিলেট-নেত্রকোণার বিরিশিরি রুটে বাস চলাচল করতে দিতে রাজি হয়েছে।’

ঘোষণা ছাড়াই বন্ধ হওয়ার ১২ দিন পর ময়মনসিংহ-সিলেট রুটে শুরু হয়েছে বাস চলাচল।

পরিবহন মালিক শ্রমিক নেতাদের বৈঠক শেষে বাস ফের চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিউজবাংলাকে রোববার রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মো. মাহবুবর রহমান।

তিনি বলেন, ‘বিকেলে হবিগঞ্জের একটি হোটেলে সিলেট, নেত্রকোণা ও ময়মনসিংহ মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনা শেষে তারা বিকেল ৫টা থেকেই ময়মনসিংহ-সিলেট রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেন। সন্ধ্যার পর ময়মনসিংহ-সিলেট রুটে কয়েকটি বাস চলাচল শুরু হয়েছে। সোমবার থেকে এ রুটে পুরোদমে বাস চলবে।’

তিনি আরও বলেন, ‘সিলেট মালিক সমিতি চেয়েছিল তাদের নতুন দুটি বাস সিলেট-নেত্রকোণার কলমাকান্দা রুটে চলুক। আজকেও নেত্রকোণা মালিক সমিতি এটি মেনে নেয়নি। তবে তারা সিলেট-নেত্রকোণার বিরিশিরি রুটে বাস চলাচল করতে দিতে রাজি হয়েছে।

‘কিন্তু সিলেট মালিক সমিতির নেতারা আগামী তিন দিনের মধ্যে নেত্রকোণার বিরিশিরি রুটে বাস চালাবে কি না আমাদের জানাবেন। যদি তারা চায়, নেত্রকোণার বিরিশিরি রুটেই বাস চলবে। নয়তো আমাদের নেতারা নেত্রকোণা মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে সিলেট-নেত্রকোণার কলমাকান্দা রুটেই বাস চলাচলের ব্যবস্থা করবে।’

এ বিভাগের আরো খবর