ঢাকার ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যানের চালকসহ পাঁচজন।
ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের পরিচয় পুলিশ নিশ্চিত করেছে। তিনি হলেন ময়মনসিংহের ত্রিশালের আলিয়াপাড়া গ্রামের সাব্বির হোসেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক এসব নিশ্চিত করেছেন।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা নিউজবাংলাকে বলেন, ‘দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে আলিয়াপাড়ার স্নোটেক্স আউটওয়্যার লিমিটেড কারখানার সামনে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে আরিচাগামী পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাব্বির নামে একজনের মৃত্যু হয়। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
হাইওয়ে থানার ওসি আজিজুল জানান, হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
নিহতরা কে কোন যানবাহনে ছিলেন তাও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।