বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদার ৭৭তম জন্মবার্ষিকীতে ১৬ আগস্ট দোয়া মাহফিল

  •    
  • ১৪ আগস্ট, ২০২২ ১৫:৪৪

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া-মাহফিল হবে।’

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী পালন এবং তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট দেয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এরশাদ সরকারের পতনের পর বিএনপি ক্ষমতায় আসার কয়েক বছর পর থেকে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটিকে জন্মদিন হিসেবে পালন করে আসছিল। তবে গত কয়েক বছর ধরে বিএনপি একটি কৌশলী অবস্থান নিয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট কোনো কর্মসূচি না রেখে পরের দিন তারা নানা কর্মসূচি পালন করে।

এবার কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল।

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া-মাহফিল হবে।’

বিএনপি নেত্রীর জন্মদিনের বিষয়টি গত তিন দশক ধরে বাংলাদেশে তুমুল আলোচিত বিষয়। এমনিক ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার যে জীবনী গণমাধ্যমে পাঠানো হয়, তাতে জন্মদিন হিসেবে অন্য একটি দিনের কথা উল্লেখ ছিল।

আওয়ামী লীগের অভিযোগ, বঙ্গবন্ধুকে হত্যার দিনটিতে নিজের ও কর্মীদেরকে উল্লাসের ‍সুযোগ করে দিতে সেদিন ভুয়া জন্মদিন পালন করা হয়। এ নিয়ে মামলাও হয়েছে বিএনপি নেত্রীর বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

এ বিভাগের আরো খবর