রাজধানীর গুলশান-২ গোলচক্কর এলাকার জাহিদ প্লাজার ১৪ তলায় জেনারেটর উঠানোর সময় পড়ে গিয়ে মো. শফিউর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী তরিকুল ইসলাম বলেন, ‘আমরা দিনমজুর হলেও সাধারণত আমাদের রাতে কাজ করতে হয়। গত রাতে আমরা কয়েকজন মিলে গুলশান-২-এর জাহিদ প্লাজার ১৪ তলা ভবনে একটি জেনারেটর উঠানোর সময় আমাদের সহকর্মী শফিউর পা পিছলে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে জানান।
তিনি আরও বলেন, শফিউরের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ঠাকুরপাড়ায়। তিনি মো. ফরিদুর রহমানের ছেলে। বর্তমানে মিরপুর-১১ লাইন-১ ৫/২১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন তিনি। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’