চাঁপাইনবাবগঞ্জ সদরের চরকোদালকাটি এলাকায় অভিযান চালিয়ে ছদ্মবেশী মাদক কারবারি চক্রের হোতা অভিযোগে জিয়ারুল ইসলাম নামের একজনকে আটক করেছে র্যাব। তার ঘর থেকে ৪ কেজি ৪০০ গ্রাম হোরেইন জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক রিয়াজ শাহরিয়ার।
এর আগে ভোরে চরকোদালাকাটি জেলেপাড়া থেকে আটক করা হয় ৩৫ বছর বয়সী জিয়ারুলকে।
র্যাব কর্মকর্তা রিয়াজ বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর গোয়েন্দা দল ভোরে দুর্গম চর এলাকায় অপারেশন পরিচালনা করে। তারা জিয়ারুলের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। তাকে ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হেরোইন মজুতের কথা স্বীকার করেন। তার ঘরে বাক্সে লুকানো অবস্থায় পাওয়া যায় ৪ কেজি ৪০ গ্রাম হেরোইন। অভিযানের সময় তার ঘর থেকে একজন পালিয়ে গেছে।’
তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
তিনি বলেন, ‘জিয়ারুল কৃষক বেশে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিলেন। তিনি নিজেই ভারত থেকে হেরোইন আনেন। মাদকদ্রব্য চোরাচালান করে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন।
‘তার বিরুদ্ধে আগের কোন মামলা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক ব্যবসায়ীদের তালিকাতেও তার নাম নেই। জিয়ারুলের পারিবারিক অবস্থা দেখে মনে হয়েছে, তিনি বিপুল টাকার মালিক নন।’
র্যাব কর্মকর্তা রিয়াজ শাহরিয়ার জানান, তার পেছনে কে বা কারা আছে তদন্ত করা হবে।
তিনি বলেন, ‘জিয়ারুলকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তিনি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা বর্ডার এলাকায় কৃষি কাজের আড়ালে মাদক কারবার করে আসছেন। তারা সীমান্তের ওপার থেকে কৃষকের ছদ্মবেশে হেরোইন চোরাচালান করেন। এর আগেও বেশ কয়েকবার তারা এ পন্থায় মাদক সরবরাহ করেছেন বলে স্বীকার করেন জিয়ারুল।’