চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকায় খালের কাদায় গেঁথে দুই যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে খাতুনগঞ্জের লোহার ব্রিজ এলাকার চাক্তাই খাল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহত দুজন হলেন- ওই এলাকার আলী আহমেদের ছেলে হৃদয় ও শাহাবুদ্দিনের ছেলে মো. মামুন। তারা দুজনই ১৮ বছর বয়সী।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন লামাবাজার ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. কামরুজ্জামান।
নিউজবাংলাকে তিনি জানান, দুপুর ২টার দিকে জোয়ারের সময় হৃদয় ও মামুন সহ ৫/৬ জন লোহার ব্রিজ এলাকার একটি পাঁচতলা ভবন থেকে চাক্তাই খালে লাফ দেন। তখন সবাই উঠে এলেও মামুন ও হৃদয় উঠতে পারেননি।
কামরুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করি। ডুবুরিরা পানির নিচে কাদায় গেঁথে থাকা অবস্থায় মরদেহ দুটি পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে, পাঁচতলা থেকে লাফ দেয়ায় তারা খালের পানির নিচে কাদায় গেঁথে গিয়েছিল।’
নিহত হৃদয়ের খালা শেলী বেগম নিউজবাংলাকে বলেন, ‘হৃদয় আর মামুন আমার এক দূর সম্পর্কের আত্মীয়র দোকানে কাজ করত।’