রাজধানীর মতিঝিলে একটি ১৮তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ শিপন। বয়স ২২ বছর।
শনিবার বেলা ২টার দিকে ভবনে থাই গ্লাস লাগানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শিপনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামে। তিনি ঢাকায় গ্লাস ফিটিংয়ের কাজ করতেন। শনিবার শাপলা চত্বরসংলগ্ন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভবনে কাজ করার সময় শিপন দুর্ঘটনায় পড়েন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। বিকেল ৪টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, ‘১৮ তলা ভবনের একটি কক্ষে গ্লাস ফিটিংয়ের সময় অসাবধানতাবশত পড়ে যান শিপন। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিলাম। সেখানে তার মৃত্যু হয়।’