শরীয়তপুরে পদ্মা নদীতে ডাকাত দলের সঙ্গে নৌ পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে।
একপর্যায়ে পাইপগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক এসব তথ্য জানান।
জাজিরা উপজেলার দুর্গম চর পালেরচর এলাকায় শুক্রবার ভোরে এই গোলাগুলির ঘটনা ঘটে।
নৌ ফাঁড়ির ইনচার্জ জানান, শরীয়তপুরের জাজিরার দুর্গম পালেরচর এলাকায় পদ্মা নদীতে স্পিডবোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওই এলাকায় অভিযানে যায় মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্পিডবোট থেকে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
গোলাগুলির একপর্যায়ে ডাকাতরা স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। মুন্সীগঞ্জের লৌহজং থানার গাঁওদিয়া বাজারে স্পিডবোট রেখে পালানোর সময় আকতার হোসেন, ইকবাল মুন্সী, আবুল বাশার, সাকিল দেওয়ান ও ইয়ামিন নামের পাঁচ ডাকাতকে আটক করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২টি পাইপগান, ৭ রাউন্ড গুলি, ৮টি রামদা ও ১টি স্পিডবোটসহ ডাকাতিতে ব্যবহার করা বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। আটককৃতরা মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধারকৃত অস্ত্র ও মালামাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে জাজিরা থানায় আগ্নেয়াস্ত্র ও ডাকাতি আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জ।