বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছাত্রলীগ ও যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

  •    
  • ১৩ আগস্ট, ২০২২ ১৫:৪৭

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলা ছাত্রলীগের একটি দল ডিগ্রি কলেজ থেকে মিছিল নিয়ে বাসস্ট্যান্ড বাজারে এসে বিএনপি অফিসে ইটপাটকেল ছুড়ে। এ সময় বিএনপি অফিসে থাকা নেতাদের মধ্যে যুবদল নেতা মেঘলাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মেহেরপুরে ছাত্রলীগ ও যুবদলের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

গাংনীতে শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গাংনী উপজেলা ছাত্রলীগের একটি দল ডিগ্রি কলেজ থেকে মিছিল নিয়ে বাসস্ট্যান্ড বাজারে এসে বিএনপি অফিসে ইটপাটকেল ছুড়ে। এ সময় বিএনপি অফিসে থাকা নেতাদের মধ্যে যুবদল নেতা মেঘলাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক জানান, সারা বিশ্বে আজ দ্রব‍্যমূল্যের ঊর্ধ্বগতি। সমসাময়িক এ পরিস্থিতিকে পুঁজি করে স্বাধীনতা বিরোধীরা আন্দোলন করে দেশকে অকার্যকর দেশে পরিণত করতে চাই। সে পরিকল্পনা যাতে বাস্তবায়ন না হতে পারে সে লক্ষ্যে ছাত্রলীগ প্রতিবাদ করল।

তিনি বলেন, ‘বিএনপি ও যুবদলের সমর্থক কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগের ছেলেদের ধাওয়া করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।’

এ হামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা বলেন, ‘সারাদেশে আজ জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। আমাদের দলীয় সমসাময়িক সমস‍্যা নিয়ে পার্টি অফিসে বসে আলোচনা করার সময় আমাদের ওপর অর্তকিতভাবে ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। অফিসের ব‍্যানার ফেসটুন ভাঙচুর করে।’

এ বিভাগের আরো খবর