রাজধানীর শ্যামলীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি এই দুই ট্রাকের একটিতে চালকের সহকারী হিসেবে ছিলেন।
শনিবার ভোর ৫টার দিকে দুর্ঘটনায় পড়ে ট্রাক দুটি। পরে গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ৩৫ বছর বয়সী মো. রনির গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রাম থানার মানিক নগর। তার বাবার নাম আবুল কাশেম।
রনিকে হাসপাতালে নেয়া মো. উজ্জ্বল বলেন, শ্যামলী এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার রনি অন্য ট্রাকের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই।
তিনি বলেন, সেখানে অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসক ঢাকা মেডিক্যালে রেফার করেন। আহতকে এখানে আনলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।