রাজধানীর উত্তরার তুরাগ কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনের মধ্যে একমাত্র বেঁচে থাকা যুবকেরও মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
২৫ বছর বয়সী ওই যুবকের নাম শাহিন মিয়া। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, উত্তরার তুরাগ কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ আটজনকে হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। গত রাতে মৃত্যু হয়েছে দগ্ধদের মধ্যে বেঁচে থাকা সর্বশেষ জনের।
গত ৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কামারপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান দগ্ধদের স্বজনরা। তাদের উদ্ধার করে প্রায় ২ ঘণ্টা পর হাসপাতালে নেয়া হয়।
দগ্ধদের সঙ্গে হাসপাতালে যাওয়া মোহাম্মদ নুরুল ইসলাম বলেছিলেন, ‘রিকশা গ্যারেজের ভেতর পুরোনো ভাঙ্গারি মালামালের ব্যবসা আছে। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়।
‘মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।’
ঘটনার দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন বলেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া প্রত্যেকের শরীর ৫০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।