কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ফিলিং স্টেশনে লাগা আগুনে দুই জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একজন।
দফাদার নামে ওই ফিলিং স্টেশনে শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জানে আলম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাম্পে ট্যাংক লরি থেকে তেল আনলোড করতে গিয়ে অসাবধানতায় আগুন লেগে যায়। এ সময় ভেতরে আটকা পড়েন কয়েক শ্রমিক।
‘ভেড়ামারা ফায়ার স্টেশনের কর্মীরা রাত ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে দুই মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি জানান, আগুন নেভানোর পর দুই শ্রমিকের দগ্ধ মরদেহ পাওয়া গেছে। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।