বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে ফেনসিডিলসহ ২ ভারতীয় যুবক গ্রেপ্তার

  •    
  • ১২ আগস্ট, ২০২২ ১৮:২৬

ওসি নিউজবাংলাকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই এলাকায় দুই ভারতীয় নাগরিক এসে ফেনসিডিল বিক্রি করছেন। তখন আমরা সেখানে টহল চালিয়ে হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুই ভারতীয় যুবককে আটক করে থানায় নিয়ে আসি।’

লালমনিরহাটের হাতীবান্ধার গেন্দুকুড়ি সীমান্তে ফেনসিডিলসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্ত থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম শুক্রবার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ওই এলাকায় দুই ভারতীয় নাগরিক এসে ফেনসিডিল বিক্রি করছে। তখন আমরা সেখানে টহল চালিয়ে হাসেন আলী ও জাহাঙ্গীর আলম নামে দুই ভারতীয় যুবককে আটক করে থানায় নিয়ে আসি।’

ওসি আরও জানান, তাদের কাছে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ লিটার বোতলজাত ফেনসিডিল পাওয়া যায়। তারা পুলিশকে জানায় যে তাদের বাড়ি ভারতের শীতলকুচি থানার পাঠানতার ও লালতার পাড়া এলাকায়।

ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুটি মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর