চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার ধর্মপুর ইউনিয়নে নিজ বাড়ির প্রবেশ পথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. সামশুদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম আনোয়ারুল আজিম। বাড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নে হলেও স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রাম শহরে থাকতেন তিনি।
পরিবারের বরাতে পরিদর্শক বলেন, ‘আজিম রাতে গ্রামের মসজিদে এশার নামাজ পড়তে বের হয়েছিলেন। রাত ১০টা বাজলেও তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকেন।
‘পরে বাড়ির প্রবেশ পথে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
এই ঘটনায় শুক্রবার দুপুর ১টা পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি বলেও জানিয়েছেন পরিদর্শক।