নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক খুঁটি বেয়ে কবুতর ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক তরুণ।
উপজেলার বনলতা রিফ্যাক্টরি ইটভাটা এলাকায় বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
১৯ বছর বয়সী তারেক বাবু দিনাজপুরের নবাবগঞ্জের মধ্যম মাগুরা গ্রামের আজাদ আলীর ছেলে। তিনি ইটভাটায় নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার উপপরিদর্শক জাহিদ হোসেন।
ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী শাহাব উদ্দিন জানান, রাত ২টার দিকে ফ্যাক্টরির উত্তর পাশের বৈদ্যুতিক লাইনের তারে একটি কবুতর বসে থাকতে দেখেন তারেক। এটিকে ধরতে খুঁটি বেয়ে ওপরে উঠলে তিনি বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারেক। কবুতরটিও মারা যায়।
উপপরিদর্শক জাহিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। কবুতরটি ধরতে লোহার রড ব্যবহার করে ওপরে উঠলে তারেক এ দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’