বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এজিবি কলোনিতে ফ্যানে ঝুলছিল স্কুলছাত্রীর দেহ

  •    
  • ১২ আগস্ট, ২০২২ ০৯:২৭

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। আজ (বৃহস্পতিবার) পড়াশোনার জন্য আমি, ওর মা বকাঝকা করলে আমাদের সঙ্গে অভিমান করে তার নিজ রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আধাঘণ্টা পরে ডাকাডাকি করি। দরজা না খুললে জানালার ফাঁক দিয়ে দেখি, আমার মেয়ে ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ‍্যানের সঙ্গে ঝুলে আছে।’

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনির একটি বাসায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে মৃত বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করেন।

১৬ বছর বয়সী ওই ছাত্রী সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলে পড়ত। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী। আজ (বৃহস্পতিবার) পড়াশোনার জন্য আমি, ওর মা বকাঝকা করলে আমাদের সঙ্গে অভিমান করে তার নিজ রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়।

‘আধাঘণ্টা পরে ডাকাডাকি করি। দরজা না খুললে জানালার ফাঁক দিয়ে দেখি, আমার মেয়ে ওড়না প্যাঁচিয়ে সিলিং ফ‍্যানের সঙ্গে ঝুলে আছে। পরে দরজার ছিটকানি ভেঙে ওকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে ডাক্তার মৃত বলে জানান।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য ওই ছাত্রীর মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ বিভাগের আরো খবর