বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ কর্মচারীর

  •    
  • ১১ আগস্ট, ২০২২ ২২:২৮

অভিযোগপত্রে বলা হয়েছে, অনেক দিন ধরেই অধ্যক্ষ ওই নারীকে যৌনতার প্রস্তাব দিয়ে আসছিলেন। স্বামীকে ছেড়ে তার কাছে যেতে বলেছিলেন। রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল।

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে নারী কর্মচারীকে হয়রানির অভিযোগ উঠেছে।

অধ্যক্ষ মো. কামরুজ্জামানের বিরুদ্ধে দেয়া লিখিত অভিযোগ তদন্ত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ইউএনও মো. সিফাত উদ্দিন বৃহস্পতিবার নিউজবাংলাকে ঘটনাটি নিশ্চিত করেছেন।

ওই নারী প্রতিষ্ঠানটির চতুর্থ শ্রেণির কর্মচারী।

অভিযোগপত্রে বলা হয়েছে, অনেক দিন ধরেই অধ্যক্ষ ওই নারীকে যৌনতার প্রস্তাব দিয়ে আসছিলেন। স্বামীকে ছেড়ে তার কাছে যেতে বলেছিলেন। রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল।

এসব অভিযোগ নাকচ করে অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, ‘এসব মিথ্যা। অভিযোগকারীকে পাঁচ হাজার টাকার একটি বিল না দেয়ার কারণে মিথ্যা অপবাদ দিয়েছেন।’

ইউএনও জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর