বরগুনায় আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ইউনিয়ন পরিষদ সদস্য ফারুক আহমেদ শামিমের মৃত্যু হয়েছে।
রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।
তার ছোটভাই রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
শামিম ছিলেন বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়েনের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
রফিকুল জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে শামিমের ঘরে হঠাৎ আগুন লাগে।
তিনি বলেন, ‘রাতে আমার বড় বোন শামীমের ঘরের দরজায় আগুন দেখে চিৎকার করে। এ সময় একটি লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। পরে লোকজন জড়ো হয়ে ঘর থেকে শামিম ও তার স্ত্রী-সন্তানদের উদ্ধার করে।
‘বুধবার ভোরে শামিম ও তার স্ত্রীকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে শামিমকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
বেতাগী থানার ওসি শাহ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দরজার নিচ থেকে ঘরের ভেতরে পেট্রল ছড়িয়ে আগুন দেয়া হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।