দেশের সর্বোচ্চ আদালতে বিচার পেতে আগত বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামে বিশ্রামাগার উদ্বোধন করা হয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাদুঘর সংলগ্ন প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন।
এসময় আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ আপিল বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
বিচারের আশায় দেশের বিভিন্ন জায়গা থেকে আসা লোকদের কেউ বসেন গাছ তলায়, কেউবা ফুটপাতে। বিচারপ্রার্থীদের এই ভোগান্তি দূর করতে এই ন্যায়কুঞ্জ উদ্বোধন করা হয়।
বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগারে ৫১টি বসার সিট স্থাপন করা হয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে।