নওগাঁর মহাদেবপুর থেকে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার মাতাজীহাটে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানা ও কোম্পানি উপ-অধিনায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে রাতে মাতাজীহাটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‘গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬টি সিপিইউ, ৯টি হার্ড ডিস্ক, ৬টি মনিটর, ৬টি মাউস, ৬টি কেবল ও ৬টি কি-বোর্ড জব্দ করা হয়েছে।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার রাইগাঁ গ্রামের উজ্জ্বল মহন্ত, একই গ্রামের রুহুল আমীন, কুসুমশহর গ্রামের সোহেল রানা, হরিপুর গ্রামের মেহেদি হাসান, কৃষ্ণপুর গ্রামের মেহেদি ইসলাম এবং খিরশিন গ্রামের সোলায়মান আলী।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমউদ্দিন মাহমুদ বলেন, ‘পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ছয় যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। থানায় র্যাবের পক্ষ থেকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দ্রুতই তাদের আদালতে তোলা হবে।’