বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গরু চুরি করতে গিয়ে পিটুনিতে’ যুবক নিহত

  •    
  • ১০ আগস্ট, ২০২২ ১২:০৯

নোয়াখালীর এসপি বলেন, ‘গরু চুরি, উদ্ধার ও স্থানীয়দের হাতে পিটুনিতে যুবক নিহতের ঘটনায় আলাদা মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গরু চুরি করতে গিয়ে পিটুনিতে যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলার চরফকিরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত ৪০ বছর বয়সী মোশারফ হোসেন রিপনের বাড়ি ফেনীর দাগনভুঁইয়া উপজেলার রামনগরে।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম।

চরফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দল হক কচি বলেন, ‘এ ঘটনায় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়া আরও একজনকে আটক করে স্থানীয়রা আজ সকাল ৯টার দিকে পুলিশে দিয়েছে।’

স্থানীয়দের বরাতে এসপি শহীদুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের অর্জুনতলা গ্রামের জাকির হোসেনের গোয়ালঘর থেকে ৪টি গরুর বাছুর ও একই গ্রামের নুর উদ্দিনের ৪টি বাছুর চুরি করে গরু চোর চক্র। বাছুরগুলো লেগুনায় করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় মালিকরা বিষয়টি টের পেয়ে উপজেলার বিভিন্ন স্থানে ফোন করে খবর দেন।

খবর পেয়ে স্থানীয়রা ভোর ৪টার দিকে চরফকিরার মুক্তিযোদ্ধা বাজার এলাকার সাদ্দামের দোকানের সামনে ট্রাক্টরের মাধ্যমে সড়কে ব্যারিকেড দিয়ে গরুবোঝাই লেগুনা আটক করে।

এ সময় গাড়িতে থাকা ৪ জনের মধ্যে ৩ জন পালিয়ে যান। অন্যজনকে উত্তেজিত জনতা পিটুনি দেয় এবং লেগুনাটিতে আগুন ধরিয়ে দেয়। পিটুনিতে যুবক রিপন ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এসপি বলেন, ‘গরু চুরি, উদ্ধার ও স্থানীয়দের হাতে পিটুনিতে যুবক নিহতের ঘটনায় আলাদা মামলা ও আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’

এ বিভাগের আরো খবর