সাতক্ষীরা থেকে দূরপাল্লার গণপরিবহন বন্ধের সাত ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে।
শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরার দূরপাল্লার বাস বন্ধ ছিল।
সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক সাইফুল করিম সাবু নিউজবাংলাকে বাস চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের আলোচনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল শুরু হয়েছে।’
সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সভাপতি তাহমিদ চয়ন বলেন, ‘বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে আমাদের পরিবহন সকাল থেকে বন্ধ ছিল। বিকেল ৪টার পর থেকে আমাদের সব রুটের বাস চলাচল শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যশোর বাস মালিক সমিতির নেতারা আমাদের জিম্মি করেছে। আমাদের শ্রমিকদের তারা বিভিন্ন সময় নির্যাতন করে। এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা আবারও ধর্মঘটে যাব।’