চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রাকে ধাক্কা দিয়ে বাসের চালক নিহত হয়েছেন।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মীরসরাই পেট্রল পাম্পের সামনে মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক একেএম সরফুদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৫৫ বছর বয়সী আলী হোসেনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক বলেন, ‘ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে গ্রিনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
‘এতে আহত হন বাসের ৫ যাত্রী। তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। দুর্ঘটনাকবিলত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। ’
চট্টগ্রামে গ্রিনলাইন পরিবহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব বাবু নিউজবাংলাকে বলেন, ‘আমাদের গাড়িটি ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে ছিল। ট্রাকটি আমাদের গাড়ির সামনে ডানে ছিল, কিন্তু এটি হঠাৎ ডান থেকে বামে চলে আসায় দুর্ঘটনাটি ঘটেছে।’