ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ ও তেজগাঁও বিভাগে উপপুলিশ কমিশনার হিসেবে দুজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেড কোয়ার্টার্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার করা হয়েছে।
গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক দায়িত্ব পেয়েছেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে।
রোববার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা আদেশে এ পদায়ন করা হয়।