বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের, প্রভাব পড়বে না: তথ্যমন্ত্রী

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ১৭:০১

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। ভারত সরকার ও জনগণ আমাদের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে, সেটা বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন রক্তের অক্ষরে লেখা থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে উচ্চতায়, সে সম্পর্কের সঙ্গে অন্য কারও সম্পর্কের সাথে তুলনীয় নয়।’

চীনা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা। ভারত সরকার ও জনগণ আমাদের মুক্তিযুদ্ধে যে সহায়তা করেছে, সেটা বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন রক্তের অক্ষরে লেখা থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক যে উচ্চতায়, সে সম্পর্কের সঙ্গে অন্য কারও সম্পর্কের সাথে তুলনীয় নয়।’

হাছান মাহমুদ বলেন, ‘‘চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং উন্নয়ন পার্টনার। আমাদের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সহায়তা আছে। আমাদের দেশে তাদের কর্মচারী-কর্মকর্তারা কাজ করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে চীন যেকোনো প্রস্তাব দিতে পারে। আমরা ‘কারও সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব’ পররাষ্ট্রনীতিতেই চলতে চাই।’’

তাই বাংলাদেশ-ভারত সম্পর্কে তৃতীয় কোনো দেশ প্রভাব রাখতে পারবে না বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘আমি কখনো মনে করি না রক্তের অক্ষরে লেখা সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের ফলে প্রভাব পড়বে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অবিচ্ছেদ্য।’

চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যেই কম্বোডিয়ার নমপেনে অনুষ্ঠিত আশিয়ান সম্মেলন থেকে সরাসরি ঢাকা আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দুই দিনের সফর শেষে রোববার তিনি সরাসরি চলে যান মঙ্গোলিয়ার উলানবাতোরে।

বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ওয়াং ই। সে বৈঠকে এক চীন নীতিতেই অটল থাকার কথা জানায় ঢাকা।

এ বিভাগের আরো খবর