বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার কৃষক

  •    
  • ৮ আগস্ট, ২০২২ ১৫:৪৮

মদন থানার ওসি ফেরদৌস বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা মদন থানায় একটি মামলা করেছেন। ফজলুর রহমানকে সোমবার আদালতে তোলা হয়েছে। এ ছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

নেত্রকোণায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রাম থেকে সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার রাতে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ফজলুর রহমানের বয়স প্রায় ৬০ বছর। পেশায় তিনি কৃষক।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিশুটির স্বজনদের বরাতে ওসি জানান, রোববার রাতে বিদ্যুৎ না থাকায় শিশুটি দরজা খোলা রেখে নিজ ঘরে ঘুমিয়েছিল। এ সুযোগে প্রতিবেশী ফজলুর রহমান ওই ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন।

পরে শিশুটির ডাক-চিৎকারে তার স্বজনরা এসে ফজলুর রহমানকে আটক করে রাখেন। সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ওসি ফেরদৌস বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা মদন থানায় একটি মামলা করেছেন। ফজলুর রহমানকে সোমবার আদালতে তোলা হয়েছে। এ ছাড়া ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরো খবর