ঢাকার সাভারে সড়কের পাশ থেকে ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ দুপুর ১২টার দিকে নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনও নিহতের পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৬০ বছর।’
এর আগে রোববার রাত ২টার দিকে সড়কের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে এসআই ফরিদ আহমেদ শেখ বলেন, রাতে অজ্ঞাত পরিবহন ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরে রাত ২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
এসআই বলেন, ‘নিহত ব্যক্তির মুখ থেতলে গেছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।’