পঞ্চগড়ের সদর উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সাতমেরা ইউনিয়নের খাসমহল গ্রামের পুকুর থেকে রোববার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বিকেলে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
১১ বছরের রাশেদ গ্রামের আবু তালেবের ছেলে। ৯ বছর বয়সী আনিছ রহমত আলীর ছেলে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেন সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই দুই শিশু প্রতিবেশী। বিকেলে বাড়ির পাশে খেলছিল তারা। সন্ধ্যা হয়ে এলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের গ্রামে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।