রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট থেকে চেয়ারে বসা অবস্থায় হোলগার কাউসম্যান নামে জার্মানির এক নাগরিকের মরদেহ উদ্ধার হয়েছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ রোববার রাতে ওই ফ্ল্যাটে চেয়ারে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ রাত সোয়া ৯টায় হোলগার কাউসম্যানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জানান যে তিনি ইতোমধ্যে মারা গেছেন।
হাসপাতালে ওই জার্মানকে নিয়ে আসা কনস্টেবল সুজন কুমার সরকার বলেন, ‘জার্মানির ওই নাগরিক ট্যুরিস্ট ট্রান্সলেটর হিসেবে কাজ করতেন। আমরা খবর পেয়ে ওই বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। তিনি উত্তরা ৫ নম্বর সেক্টরে রোড নম্বর ২/বি ১০ নম্বর হোল্ডিংয়ের একটি ফ্ল্যাটে থাকতেন। তার বাবার নাম আরমিন কাউসম্যান।’
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।