বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চা বাগানে ঘুরতে যাওয়া স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, গ্রেপ্তার ২

  •    
  • ৭ আগস্ট, ২০২২ ২৩:৪৬

ওসি জানান, ওই ছাত্রী শনিবার নানা বাড়িতে বেড়াতে আসে। তাকে কল দিয়ে দেখা করতে যেতে বলেন প্রেমিক হাসান আলী। দেখা করতে গেলে মেয়েটিকে নিয়ে ওই চা বাগানে যান হাসান। সেখানে তিনি ও তার বন্ধু রাজু মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর আরও ৪-৫ জন গিয়ে তাকে ধর্ষণ করে।

পঞ্চগড়ের আটোয়ারীতে চা বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটোয়ারীর কাজী অ্যান্ড কাজী চা বাগানে শনিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ বাদীর। মামলার দুই আসামিকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে উপজেলার ধামোর ইউনিয়ন থেকে।

গ্রেপ্তার আসামিরা হলেন রাজু ইসলাম ও সাইফুল ইসলাম।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ছাত্রী শনিবার নানা বাড়িতে বেড়াতে আসে। তাকে কল দিয়ে দেখা করতে যেতে বলেন প্রেমিক হাসান আলী। দেখা করতে গেলে মেয়েটিকে নিয়ে ওই চা বাগানে যান হাসান। সেখানে তিনি ও তার বন্ধু রাজু মেয়েটিকে ধর্ষণ করেন।

এজাহারের বরাতে ওসি আরও জানান, এ সময় ঘটনা টের পেয়ে সবুজ নামে স্থানীয় আরেক যুবক তার কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে চা বাগানে যায়। তারা মেয়েটিকে আবার ধর্ষণ করে। অচেতন অবস্থায় মেয়েটিকে ফেলে রেখে সবাই পালিয়ে যায়। মধ্যরাতে জ্ঞান ফিরলে মেয়েটি চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন গিয়ে তাকে নানা বাড়ি পৌঁছে দেয়।

পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করার পর ধর্ষণের বিষয়টি জানাজানি হয় বলে জানান ওসি। রোববার সকালে জেলা পুলিশ সুপার ইউনুস আলী হাসপাতালে গিয়ে কিশোরীর খোঁজখবর নিয়ে দ্রত আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন ওসিকে।

রোববার কিশোরীর বাবা ৭ জনের নামে মামলা করেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর