মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়েই বিএনপিকে টিকিয়ে রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ভোলার বাংলাবাজারে নিজ বাসভবনে রোববার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৪ বছরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল একই গান গাইছেন, একই বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার বক্তব্য আমলে নেয়ার কিছু নেই। তিনি বিবৃতি দিয়েই তার দল বিএনপিকে টিকিয়ে রেখেছেন। রাজপথে তাদের কোনো আন্দোলন নেই।
‘রাজপথ দখল করেছি আমরা, রাজপথ দখল এত সহজ না। ’৯৬ সালে নির্বাচনের আগে বিএনপি ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, তারা ক্ষমতায় ছিল দেড় মাস। আওয়ামী লীগের আন্দোলনে বিএনপি মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগ করেছে, এটাকে বলে আন্দোলন। মনে রাখতে হবে, আওয়ামী লীগ সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল।’
ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। এই সংকটে আমরাও পড়েছি, তা অস্বীকার করার কিছু নেই। আমরা সব সময় চেষ্টা করি, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে। আশা করি, সেপ্টেম্বর নাগাদ জ্বালানির এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। এ ব্যাপারে সবার সহযোগিতা চাই।’
বিকেলে ঢাকা থেকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে পৌঁছলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।