পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ৩০ জন্য আহত হয়েছেন৷
উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তেলের দাম অস্বাভাবিক বাড়ার প্রতিবাদে বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। একই সময় অন্যদিক থেকে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি শোভাযাত্রা বের করে এগোতে থাকে। দুই পক্ষ বোদা মডার্ন ক্লিনিকের সামনে মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
তারা জানান, সংঘর্ষে আশপাশে যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বোদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনজাম পিয়াল বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে বাসস্ট্যান্ডের দিকে গেলে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিলে আমরা প্রতিবাদ করি। এতে আমাদের ওপর চড়াও হয় তারা। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। তাদের হামলায় আমাদের সাত কর্মী আহত হয়েছেন। চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বোদা পৌর বিএনপির সদস্য সচিব দিলরেজা আফরোজ চিন্ময় বলেন, ‘আমরা তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল বের করি। সেই মিছিলে ছাত্রলীগ হামলা চালায়। তাদের হামলায় আমাদের ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আটজনকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বোদা থানার ওসি সুজয় কুমার জানান, সংঘর্ষ চলাকালে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।