বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মেয়েকে পিটিয়ে মেরে বাবাকে ফোন’, স্বামী গ্রেপ্তার

  •    
  • ৭ আগস্ট, ২০২২ ১৯:১৯

মীমের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে আসি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে বলা হয়, মেয়ে অসুস্থ। ইব্রাহীমের বাড়িতে যাওয়ার আগেই সুবাদবাজারে গিয়ে দেখি, ওরা মেয়েকে নিয়ে আসতিছে। তখনই দেখি মেয়ের কোনো নড়াচড়া নেই। হাসপাতালে জরুরি বিভাগে গেলে ডাক্তাররা জানান, অনেক আগেই মারা গেছে।’

বগুড়ার গাবতলীতে মীম খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী ইব্রাহীম মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রাম থেকে রোববার দুপুরে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মীমের মৃত্যু হয়।

রোববার সকালে মীমের বাবা আনোয়ার হোসেন গাবতলী থানায় হত্যা মামলা করেন। মামলায় ইব্রাহীম ও তার বাবাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ মর্গে রাখা আছে।

২৬ বছর বয়সী ইব্রাহীম বালিয়াদীঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের বাসিন্দা। তিনি রাজমিস্ত্রির কাজ করেন। মীম একই ইউনিয়নের তল্লাতলা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইফতে খায়রুল ইসলাম নিউজবাংলাকে এসব বিষয় নিশ্চিত করেন।

মামলাসূত্রে জানা যায়, মীম ও ইব্রাহীমের সাত বছরের দাম্পত্য জীবন। যৌতুকের জন্য প্রায়ই মীমকে নির্যাতন করতেন ইব্রাহীম। পাঁচ মাস আগে মীমের অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন তিনি। এ ঘটনার পর ইব্রাহীমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করে আলাদা থাকতে শুরু করেন মীম।

৪ আগস্ট সালিশের মাধ্যমে মীমকে নিজ বাড়িতে তোলেন ইব্রাহীম।এর পরই মীমের কাছে যৌতুক হিসেবে ১ লাখ টাকা দাবি করেন ইব্রাহীম। বিষয়টি নিয়ে তাদের মধ্যে আবার কলহ শুরু। শনিবার রাতে মীমকে পিটিয়ে তার পরিবারকে জানানো হয়। মীমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই ইফতে খায়রুল বলেন, ‘দুপুরে ইব্রাহীমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। আর মীমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আসামি এখনও থানা হেফাজতে আছেন। সোমবার তাকে আদালতে নেয়া হবে।’

মীমের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে আসি। শনিবার রাত সাড়ে ১২টার দিকে মোবাইল ফোনে বলা হয়, মেয়ে অসুস্থ। ইব্রাহীমের বাড়িতে যাওয়ার আগেই সুবাদবাজারে গিয়ে দেখি, ওরা মেয়েকে নিয়ে আসতিছে। তখনই দেখি মেয়ের কোনো নড়াচড়া নেই। হাসপাতালে জরুরি বিভাগে গেলে ডাক্তাররা জানান, অনেক আগেই মারা গেছে।’

এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মীমকে হত্যার অভিযোগে তার স্বামী ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ বিভাগের আরো খবর