বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্ব, সহপাঠীকে স্কুলছাত্রের ছুরিকাঘাত

  •    
  • ৭ আগস্ট, ২০২২ ১৮:০০

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত রবির পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।’

নেত্রকোণার মদনে সহপাঠীর ছুরিকাঘাতে দশম শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বিদ্যালয়ের বেঞ্চে বসা নিয়ে দ্বন্দ্বের জেরে রোববার বেলা দেড়টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম রবি আওয়াল। সে মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ছালাকন্দা গ্রামের হেলিম মিয়ার ছেলে। বালালী গ্রামে নানার বাড়িতে থেকে বালালি বাঘমারা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে। অন্যদিকে অভিযুক্ত ফাহিম বাঘমারা গ্রামের জম্মাত মিয়ার ছেলে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার সকালে শ্রেণিকক্ষের ভেতরে বেঞ্চে বসা নিয়ে রবির সঙ্গে সহপাঠী ফাহিমের তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এর জেরে ফাহিম ছুরি নিয়ে বিদ্যালয়ের সামনে ওতপেতে থাকে।

দুপুরে টিফিনের সময় রবি বিদ্যালয় থেকে বের হলে ফাহিম আরও কয়েক বন্ধুকে নিয়ে তাকে ছুরিকাঘাত করে। পরে শিক্ষক-শিক্ষর্থীরা রবিকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত রবির পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে।’

মোবাইলে সংযোগ না পাওয়ায় বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান তালুকদারের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো খবর