তিনি বলেন, ‘দুপুরে বিজয় সরণিতে কাফরুল থানার পাশে মোটরসাইকেলচালক মাসুদকে লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মাসুদের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।’
রাজধানীর বিজয় সরণিতে লরির চাপায় মাসুদ রানা নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির কাফরুল থানার উপপরিদর্শক মো. রবিউল।
তিনি বলেন, ‘দুপুরে বিজয় সরণিতে কাফরুল থানার পাশে মোটরসাইকেলচালক মাসুদকে লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি মাসুদের বাড়ি মানিকগঞ্জের শিবালয়ে।’
ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহ্রাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
উপপরিদর্শক রবিউল বলেন, ‘দুর্ঘটনার পর লরিসহ চালক পালিয়ে গেছেন। আমরা লরিচালককে আটকের চেষ্টা করছি।’