ইন্টারন্যাশনাল শেইশিন রিউ প্রথম উন্মুক্ত কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।
শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজিবি কারাতে দল পুরুষ বিভাগে ৮টি ওজন শ্রেণিতে এবং মহিলা বিভাগে ৬টি ওজন শ্রেণিতে বিজিবির মোট ২৬ জন কারাতেকা অংশগ্রহণ করেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় বিজিবি কারাতে দল পুরুষ বিভাগে ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ পদক পায়। নারী বিভাগে প্রথমবারের মতো বিজিবি কারাতে দলের ৮ জন কারাতেকা অংশগ্রহণ করে ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পান। দুই বিভাগ মিলিয়ে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক পেয়ে সার্বিকভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিবি।
রোববার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ প্রতিযোগিতায় পদক বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তিনি খেলোয়াড়দের দলগত সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।