বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিকশা-অটোরিকশায়ও বাড়তি ভাড়া

  •    
  • ৭ আগস্ট, ২০২২ ১১:০৯

লিমন মিয়া বলেন, ‘মিরপুর-১০ নম্বর গোলচক্কর থেকে গুলিস্তান বিআরটিএ বাস কাউন্টার পর্যন্ত সিএনজি ভাড়া আগে লাগত সর্বোচ্চ ২৮০ টাকা। কিন্তু আজকে ৩৫০ টাকা নিয়েছে। সকালে রাস্তা ফাঁকা থাকে। তাও ভাড়া বেশি নিয়েছে, তার থেকে বড় কথা অনেক অপেক্ষা করে সিএনজি অটোরিকশা পেয়েছি।’

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে বাসের সংকট দেখা দিয়েছে রাজধানীতে। তাই কাঙ্ক্ষিত বাস না পেয়ে বা বাসে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই বিকল্প বাহন হিসেবে বেছে নিচ্ছেন রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা।

চাহিদা বাড়ার সুযোগে রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়াও বাড়িয়ে দিয়েছে চালকরা।

রোববার সকালে রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস কাউন্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় করে আসেন লিমন মিয়া।

তিনি বলেন, ‘মিরপুর-১০ নম্বর গোলচক্কর থেকে গুলিস্তান বিআরটিএ বাস কাউন্টার পর্যন্ত সিএনজি ভাড়া আগে লাগত সর্বোচ্চ ২৮০ টাকা। কিন্তু আজকে ৩৫০ টাকা নিয়েছে। সকালে রাস্তা ফাঁকা থাকে। তাও ভাড়া বেশি নিয়েছে, তার থেকে বড় কথা, অনেক অপেক্ষা করে সিএনজি অটোরিকশা পেয়েছি।’

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বাসের সংকটের কারণে ভোগান্তিতে নানা শ্রেণি-পেশার মানুষ। ছবি: নিউজবাংলা

মো. সবুজ অটোরিকশায় গুলিস্তান থেকে শাহবাগ যাবেন। নিউজবাংলাকে তিনি বলেন, ‘অটোরিকশায় গুলিস্তান থেকে শাহবাগ যাব। সকালে রাস্তা ফাঁকা। ভাড়া ২০০ টাকা নিচ্ছে। এখান থেকে সর্বোচ্চ ১৫০ টাকা নিত। ভেতর দিয়ে গেলে ১০ মিনিটও লাগে না শাহবাগ যেতে।’

জ্বালানি তেলের নেতিবাচক প্রভাব পড়েছে ভাড়ায় চালিত মোটরসাইকেলে। ভাড়া আদায় করা হচ্ছে বেশি।

মো. সানি বলেন, ‘গুলিস্তান বিআরটিসি কাউন্টার থেকে ইসিবি চত্বর পর্যন্ত আগে মোটরসাইকেলে ভাড়া নিত ১৬০ থেকে ১৭০ টাকা। আজকে অনেক বলে-কয়ে ২৫০ টাকায় ঠিক করেছি। তাও যেতে চাচ্ছিল না।’

মো. আলিম বলেন, ‘গুলিস্তান থেকে জুরাইন রেলগেট পর্যন্ত মোটরসাইকেলে ভাড়া সর্বোচ্চ ১২০ টাকা ছিল। এখন চাচ্ছে ২৫০ টাকা। আমি দেড় শ টাকা বলেছি, কিন্তু যাবে না। এখন বাস খুঁজতেছি। এত টাকা ভাড়া দিয়ে যাব না।’

রিকশা ভাড়াও বেশি নেয়া হচ্ছে বলে জানান অনেকে।

তাদের একজন মো. মুস্তাকিম বলেন, ‘রিকশা ভাড়াও বেশি নিচ্ছে। গুলিস্তান মাজার থেকে সচিবালয়ের সামনে দিয়ে প্রেস ক্লাবে আসতে রিকশায় লাগে তিন থেকে পাঁচ মিনিটের মতো। হেঁটে আসতে সময় লাগে সাত থেকে আট মিনিট। ভাড়া চাচ্ছে ৪০ টাকা।’

আজকে বাস অনেক কম চলছে বলে জানা গেছে। তেলের দাম বাড়ার কারণে অনেকে বাস চালাচ্ছেন না।

বাসসংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালকরা। ছবি: নিউজবাংলা

জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা নগর পরিবহনের টিকিট বিক্রেতা মো. নাঈম বলেন, আজকে রাস্তায় বাস কম দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ায় অনেকে রাস্তায় বাস নামায় নাই। যে কয়েকটি বাস আছে প্রতিটি মানুষে ঠাসা। গাদাগাদি করে যাচ্ছে মানুষ। তবে আমাদের বাস কম নাই। আগের মতোই চলছে।

এ বিভাগের আরো খবর