জ্বালানি তেল বিক্রির ওপর কমিশন ও ট্যাংকলরির ভাড়া না বাড়ানোর প্রতিবাদে ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতি।
রোববার সকাল ৮টা থেকে চলছে এ ধর্মঘট। এ সময় ডিপো থেকে তেল উত্তোলন ও বিক্রি বন্ধ থাকবে।
আগামীকাল সকাল ৮টা পর্যন্ত খুলনার ১০টি জেলা ও বৃহত্তর ফরিদপুরের চার জেলায় তেল পরিবহন বন্ধ থাকবে, তবে এ সময় পাম্প থেকে তেল বিক্রি হবে।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ও জ্বালানি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন।
তিনি বলেন, ‘তেলের দাম বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের ট্যাংকলরির ভাড়া বাড়ানো হয়নি। সরকার ভাড়া নির্ধারণ না করে দিলে আমরা ভাড়া বাড়াতে পারি না। এক ট্যাংকলরি তেল নিয়ে নির্ধারিত পাম্পে যেতে আমাদের আগের তুলনায় খরচ বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘আগের তুলনায় তেলের দাম বাড়ানো হলেও পাম্প মালিকদের কমিশন বাড়ানো হয়নি। এসব দাবিতে আমরা আজ থেকে ২৪ ঘণ্টার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে পরে আলোচনা করে নতুন সিদ্ধান্ত নেয়া হবে।’