খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বাড়ানোর প্রতিবাদে খুলনা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
শনিবার বিকেল ৫টায় খুলনা রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন নেতাকর্মীরা।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, ‘বারবার জ্বালানি তেল, ভোজ্যতেল, গ্যাস, বিদ্যুৎ পানির মূল্য বাড়ানো হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই মানুষের প্রতি অত্যাচার শুরু করেছে। একের পর এক মূল্যবৃদ্ধিতে জনগণ আজ দিশাহারা।’