চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি সমাবেশস্থলে আওয়ামী লীগের উন্নয়নচিত্র তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে শনিবার এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে ‘স্পর্ধিত তারুণ্যের প্রতিচ্ছবি শেখ কামাল’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ করে জয় বলেন, ‘তৃণমূলে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আপনারা নিজ নিজ এলাকায় যারা যে ইউনিটের নেতৃত্বে আছেন সেই ইউনিটের প্রতিটি নেতাকর্মীকে আহ্বান জানাবেন।
‘আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন। অনেককেই দেখছি চুপ থাকেন। এটা উচিত নয়। অন্যান্য দেশ থেকে বাংলাদেশ যে অনেক এগিয়ে সেটি এবং দেশের উন্নয়ন নিয়ে আজ থেকেই আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন।’
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আগস্ট মাসের শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। এই আগস্ট মাসে আমরা আর কাউকে ষড়যন্ত্র করতে দেব না। আমাদের প্রাণপ্রিয় নেত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই উন্নয়নের বার্তা ছাত্রলীগকে সারাদেশে পৌঁছে দিতে হবে।
‘বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র সংগঠন যারা এই উন্নয়ন বার্তা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে পারে। এখন অনেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। অনেকের হাতে হারিকেন দেখছি। অথচ তাদের সময় কখন বিদ্যুৎ আসতো সেটাই আমরা জানতাম না। কারণ ২৪ ঘণ্টার মধ্যে ১৯ ঘণ্টাই দেশ অন্ধকারে থাকত।’
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
ঢাবি ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, বরিকুল ইসলাম বাঁধন, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হাসান শাহাদাত, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু ইউনুস, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।