রাজধানীর হাইকোর্ট ঈদগাহ গেটের সামনে মাদক কারবারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছে। নিহতের নাম সুমন, বয়স ৩৮ বছর।
শনিবার বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল হোসেন।
তিনি বলেন, ‘মাদক কারবারিদের দুই গ্রুপের হাতাহাতির একপর্যায়ে প্রতিপক্ষ সুমনকে গলায় ছুরি মারে। তার সঙ্গে থাকা রকি নামের আরেকজনকে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক সুমনকে বিকেল সাড়ে ৫টায় মৃত ঘোষণা করেন।’
আহত রকি ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন।
রকি বলেন, ‘আমরা কোর্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন অন্য ঈদগাহ গেটের সামনে আসামাত্র এক ব্যক্তি আমাদের পথরোধ করে। তারা আমাদের থেকে ৩০০ টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে তারা কিলঘুষি মেরে আমাদের দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আমাদের চিৎকারে লোকজন ও পুলিশ উদ্ধার এসে আমাদের মেডিক্যালে নিয়ে আসে।’
তিনিও আরও বলেন, ‘আমরা তাদের দেখলে চিনতে পারব। তারা সুমনকে গলায় এবং আমার পিঠে ছুরিকাঘাত করে।’