বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস বন্ধের চাপ পড়েছে ট্রেনে

  •    
  • ৬ আগস্ট, ২০২২ ২০:১৯

নওগাঁ থেকে ট্রেনে আসা মিলন রহমান নামে এক শিক্ষার্থী জানান, ‘বাস না পাওয়ায় ট্রেনে বগুড়া এলাম। কিন্তু ট্রেনে প্রচুর ভিড়। ঠিকমতো দাঁড়াতেও পারিনি। এর আগে ট্রেনে কখনও এমন ভিড় দেখিনি।’

জ্বালানি তেলের দাম বাড়ায় বগুড়ায় বেশির ভাগ বাস চলাচল বন্ধ। ভোগান্তির শিকার যাত্রীরা বিকল্প পথ খুঁজতে ভিড় করছেন রেলস্টেশনে। এতে ট্রেনে দেখা দিয়েছে বাড়তি চাপ।

শনিবার বগুড়া রেলস্টেশনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দুর্ভোগের কথা জানিয়েছেন যাত্রীরাও।

দুপুরে রেলস্টেশনে গিয়ে দেখা যায়, দুই শতাধিক যাত্রী দোলনচাঁপা ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

মোর্শেদা বেগম নামে অপেক্ষারত এক যাত্রী জানান, তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা। যাবেন নাটোরে বাবার বাড়ি। সরাসরি বাস না পাওয়ায় বগুড়ার চারমাথায় আসেন। কিন্তু এখানেও বাস পাননি তিনি।

মোর্শেদা বলেন, ‘নাটোরের বাস না পেয়ে ভাবলাম সান্তাহারে যাব। সেখান থেকে ট্রেনে নাটোরে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু সান্তাহারের বাসও পাইনি। পরে বগুড়া রেলস্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি।’

তিনি আরও বলেন, ‘সরকার তেলের দাম বাড়িয়েছে। কিন্তু হঠাৎ করে দাম বাড়ার কারণে আমাদের মতো সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে। বাচ্চাদের নিয়ে এভাবে ভেঙে ভেঙে যেতে হচ্ছে। কখন নাটোর পৌঁছাব তার কোনো ঠিক নেই।’

নওগাঁ থেকে ট্রেনে এসেছেন এনজিও কর্মকর্তা শাহ আলম। তিনি বলেন, ‘আমার নিয়মিত আসতে বগুড়া আসতে হয়। রাতে তেলের দাম বাড়ার খবর পেয়ে ভেবেছিলাম বাস ভাড়া বাড়বে। কিন্তু সকালে এসে দেখি বাস চলাচলই বন্ধ। পরে বাধ্য হয়ে ট্রেনে এসেছি। ট্রেনের ভাড়া কম। কিন্তু আমার চাকরির সময়ের সঙ্গে এর সময়সূচি মেলে না।’

নওগাঁ থেকে ট্রেনে আসা মিলন রহমান নামে এক শিক্ষার্থী জানান, ‘বাস না পাওয়ায় ট্রেনে বগুড়া এলাম। কিন্তু ট্রেনে প্রচুর ভিড়। ঠিকমতো দাঁড়াতেও পারিনি। এর আগে ট্রেনে কখনও এমন ভিড় দেখিনি।’

বগুড়া রেলস্টেশনে এমন অন্তত ২০ জনের সঙ্গে কথা হয়, যারা বাস না পেয়ে ট্রেনে যাতায়াতের জন্য এসেছেন। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, সরকারের সিদ্ধান্ত হওয়া উচিত মানুষের সুবিধার্থে। ভোগান্তি বাড়ার জন্য নয়।

যাত্রীর চাপের বিষয়টি নজরে এসেছে বগুড়া রেলস্টেশন কর্তৃপক্ষের। তবে তারা জানিয়েছেন, বগুড়ায় সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ পরীক্ষা হয়েছে। এ কারণেও লোকসমাগম বেশি।

রেলস্টেশন সূত্র জানায়, জেলার ওপর দিয়ে সরকারিভাবে আন্তনগর, দোলনচাঁপা, করতোয়া, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস যাতায়াত করে। আর বেসরকারিভাবে আসা-যাওয়া করে পদ্মরাগ ও বগুড়া মেইল। এ ছাড়া আরও দুটি লোকাল ট্রেনও যাতায়াত করে এই রুটে।

এই কয়েকটি ট্রেনে বগুড়া থেকে প্রতিদিন গড়ে অন্তত ১ হাজার ৩০০ যাত্রী যাতায়াত করেন।

সহকারী স্টেশন মাস্টার আলামিন বলেন, ‘আজ স্টেশনের জনাসমাগম বেশি। বাস না পাওয়া ছাড়াও সহকারী স্টেশন মাস্টারের পরীক্ষা হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে।’

এদিকে শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম বাড়ার ঘোষণা দেয় সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে হবে ১১৪ টাকায়। এ ছাড়া অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

তেলের দাম বাড়ানোর পর শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলার মতো বগুড়ায়ও বেশির ভাগ বাস রাস্তায় নামেনি।

বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ‘আমরা কোনো ধর্মঘটের ডাক দিইনি। আবার চালকদের রাস্তায় বাস নামানোর জন্যও বলিনি।’

আমিনুল আরও বলেন, ‘আমরা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেব না। কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় রয়েছি। তবে তেলের দাম এত বেশি হওয়া ঠিক হয়নি। সরকার দাম কিছুটা কমিয়ে ভাড়ার সঙ্গে সমন্বয় করে দেবে বলে আশা করছি।’

এ বিভাগের আরো খবর