প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক জ্যেষ্ঠ সচিব সৌরন্দ্রে নাথ চক্রবর্তী।
তিনি বলেন, ‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা জরুরি। তবে আমাদের তা নেই, যার বিরূপ প্রভাব পড়ছে প্রাণ-প্রতিবেশে। এ অবস্থায় আমি সবাইকে গাছ লাগানোর আহ্বান জানাই।’
নওগাঁর বদলগাছীতে সামাজিক সংগঠন গ্র্যাজুয়েট ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বালুভরা আরবি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চারা বিতরণের উদ্যোগ নেয়ায় সংগঠনের সবাইকে ধন্যবাদও জানান তিনি।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসিম আলম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাহমুদা খাতুন মুক্তা, তেঁতুলিয়া বিএমসি কলেজের প্রভাষক আব্দুস সোবহান ও প্রদর্শক মাহাবুব অর রশিদ, ব্যাংক কর্মকর্তা মহিদুল ইসলাম, আমিরুল ইসলাম হিটলার, এনামুল হক, শিক্ষক বকুল হোসেন, মজিদুল ইসলাম, মির্জাপুর কেসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলার বালুভরা ইউনিয়নের মোট তিনটি মাধ্যমিক ও দুটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১ হাজার ৩০০ শিক্ষার্থীর মধ্যে আমগাছের চারা বিতরণ করা হয়।