রাজধানীর উত্তরা কামারপাড়া এলাকায় একটি রিকশা গ্যারেজের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ সাতজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে আছেন গাজী মাজহারুল ইসলাম, কর্মী মোহাম্মদ মিজান, নূর হোসেন, আলম মিয়া, মাসুম মিয়া, আল-আমিন ও শরিফুল ইসলাম। মাজহারুল গ্যারেজের মালিক, অন্যরা রিকশাচালক ও শ্রমিক।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান দগ্ধদের স্বজরা। তাদের উদ্ধার করে প্রায় ২ ঘণ্টা পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দগ্ধদের সঙ্গে হাসপাতালে আসা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, ‘রিকশা গ্যারেজের ভেতর পুরোনো ভাঙ্গারি মালামালের ব্যবসা আছে। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন বলেন, ‘উত্তরা কামারপাড়ার একটি রিকশা গ্যারেজে এ বিস্ফোরণ হয় বলে জেনেছি। দগ্ধ অবস্থায় যে সাত জনকে এখানে আনা হয়েছে তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকের শরীর ৫০ থেকে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।’