সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা করার মামলায় উপজেলা যুবলীগের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তাড়াশ-রাণীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালীতে শুক্রবার সন্ধ্যার পর ছিনতাইচেষ্টার ওই ঘটনা ঘটে। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ৩০ বছরের রাহাত খান রুবেল উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক। তিনি তাড়াশ পৌরসভার খান পাড়ার বাসিন্দা।
এর আগে নাটোরের সিংড়া উপজেলার খাজুরা ইউনিয়নের পরিতোষ উড়াও তার মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ নিয়ে শুক্রবার রাতে রুবেলের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীদের বরাত দিয়ে তাড়াশের ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক জানান, সিংড়ার খাজুরা ইউনিয়নের তিন যুবক তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামে বিয়ে খেয়ে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে বেড়খালীতে রুবেল তাদের মোটরসাইকেল থামিয়ে নিজেকে তাড়াশ থানার এসআই রুবেল হিসেবে পরিচয় দেন।
তিনি জানান, সে সময় রুবেল তাদের বলেন, ‘আমি এসআই রুবেল। তোমাদের কাছে মাদক আছে। হয় আমার সঙ্গে থানায় চল, না হয় দশ হাজার টাকা দে।’
এ সময় মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে টাকা নেই জানিয়ে বাড়িতে ফোন করার কথা বলে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি শহিদুল বলেন, ‘রুবেলের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা করেছেন ওই মোটরসাইকেলের চালক। শনিবার দুপুরে রুবেলকে জেলে পাঠানো হয়েছে।’