বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে মিছিল, ‘ছাত্রলীগের বাধা’

  •    
  • ৬ আগস্ট, ২০২২ ০৪:০৯

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন বলেন, ‘জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটর বাইকে এসে আমাদের ওপর আক্রমণের সর্বাত্মক চেষ্টা করেছে। তাদের লুটের টাকার ডিজেল আর পেট্রল। তারা সেই টাকা পুড়িয়ে মহড়া দিচ্ছে।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ।

সেই মিছিলে ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন পরিষদের নেতারা।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুক্রবার রাত পৌনে ২টার দিকে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন।

মিছিলটি ডাস চত্বর ঘুরে শামসুন নাহার হল হয়ে ফের রাজু ভাস্কর্যে জমায়েত হলে ছাত্রলীগ নেতা-কর্মীরা বাইকের বহর নিয়ে তাদের সামনে অবস্থান নেন।

ঢাবির জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্তর নেতৃত্বে ২০ থেকে ৩০ কর্মী কর্মসূচিতে বাধা দেন বলে অভিযোগ করেন ছাত্র অধিকার পরিষদের নেতারা।

তাদের অভিযোগ, ছাত্রলীগের বাধার কারণে পরিষদের নেতা-কর্মীরা রাজু ভাস্কর্যে মিছিল শেষে সমাবেশ করতে পারেননি। তারা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শহীদ মিনারের দিকে এগোতে থাকলে পেছন থেকে বাইক নিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।

পরে পরিষদের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে সমাবেশ করে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেন বলেন, ‘জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে আমাদের কর্মসূচিতে আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছাত্রলীগের সন্ত্রাসীরা মোটর বাইকে এসে আমাদের ওপর আক্রমণের সর্বাত্মক চেষ্টা করেছে। তাদের লুটের টাকার ডিজেল আর পেট্রল। তারা সেই টাকা পুড়িয়ে মহড়া দিচ্ছে।’

তিনি বলেন, ‘এই ছাত্রলীগ আমাদের ২০ জন ছাত্রের সামনে দাঁড়ানোর সাহস দেখাতে পারেনি, আগামীকাল যখন ১০ লাখ মানুষ রাজপথ দখল করবে, তখন তাদের জাঙ্গিয়াও খুঁজে পাওয়া যাবে না।’

আখতার বলেন, ‘ভোট চুরি করে ক্ষমতায় এসে দেশের সব টাকা-পয়সা লুটপাট করে আওয়ামী লীগ সরকার পদে পদে প্রতিটি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। ডিজেল-পেট্রলসহ প্রতিটি জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী লীগের লুটের কর্মফল জনগণের ওপর চাপানোর জন্যই এই দাম বৃদ্ধি।’

ছাত্র অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশে গণজোয়ার শুরু হওয়ার দ্বারপ্রান্তে আছে। শিগগিরই দেশের জনগণ রাজপথে নেমে এই ভোট চোর আওয়ামী লীগ সরকারকে পদচ্যুত করেই ছাড়বে।’

কর্মসূচিতে বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করে জিয়াউর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত বলেন, ‘আমরা কাউকে বাধা দিয়েছি এ রকম কোনো ঘটনা ঘটেনি। আমাদের হলে আজ একটা প্রোগ্রাম ছিল। সেটি শেষ করে আমরা চা খেতে গেছিলাম। খেয়ে চলে আসছি।’

এ বিভাগের আরো খবর