নারায়ণগঞ্জের সোনারগাঁয় গাছ থেকে হাত বাঁধা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ফুলদি বালুর মাঠের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে সোনারগাঁ থানার পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, একটি নির্জন মাঠে গাছে ঝুলছিল মরদেহটি। সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দেন। যুবকের গায়ে সাদা টি-শার্ট ও নীল জিন্স প্যান্ট ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যার পর হাত বেঁধে হত্যা করে রশি দিয়ে গাছে ঝুলিয়ে রেখে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত মামলা হয়নি।’
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘গাছে ঝুলন্ত অবস্থায় তার দুই হাত সামনে থেকে বাঁধা ছিল। তার আনুমানিক বয়স ২৫ বছর। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। গলায় ফাঁস দিয়ে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা করছি।’